যেখানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে গাড়ি চলার কথা, সেখানে ধীরগতির এসব যানের অবাধ চলাচল শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়াচ্ছে না, বরং পুরো ট্রাফিক ব্যবস্থাপনাকে এক নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে। সরেজমিনে রাজধানীর খিলগাঁও, মগবাজার-মৌচাক, রামপুরা ও শান্তিনগরসহ একাধিক ফ্লাইওভার ঘুরে অবৈধ এই বাহনের উপস্থিতি প্রত্যক্ষ করা গেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্লাইওভারগুলোতে বাংলার এই টেসলাকে প্রতিযোগিতায় নামতে দেখা যাচ্ছে। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিনিয়ত ব্যাটারিচালিত রিকশা এই ফ্লাইওভারে বিনা বাধায় উঠে পড়ছে। মূলত যাত্রীদের সুবিধার্থে চালকেরা রাস্তার জ্যাম এড়াতে বিকল্প পথ হিসেবে ফ্লাইওভার ব্যবহার করছেন। তবে, এসব রিকশার গতিবেগ কম হওয়ায় দ্রুতগামী যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। মৌচাক ফ্লাইওভারেও একই ধরনের চিত্র দেখা গেছে। বিশেষ করে সকাল ও বিকেলে শত শত যাত্রী ব্যাটারিচালিত রিকশায় চড়ে ফ্লাইওভার...