২০২৪-২০২৫ অর্থবছরে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোতে (এনজিও) বৈদেশিক অনুদান এসেছে রেকর্ড ৯ হাজার ২২০ কোটি টাকা। গত ২৫ বছরে মোট বৈদেশিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ২২১ কোটি টাকা। সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারে জোরপূর্বক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিদেশি সহায়তা শুরুর আগ পর্যন্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল প্রতি বছর সাড়ে পাঁচ হাজার কোটি টাকার নিচে। ২০০৭-২০০৮ অর্থবছরের আগে এই পরিমাণ আরও কম ছিল, দুই হাজার ৫০০ কোটি টাকার নিচে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা আসা শুরু হলে এনজিওর মাধ্যমে আসা সহায়তা প্রতি বছরই বেড়েছে। অন্যান্য খাতের সহায়তা বৃদ্ধিসহ ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ অনুদান এসেছে। তবে বেসরকারির উন্নয়ন সংস্থাগুলো থেকে বলা হচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আলোচনায় আসার প্রেক্ষাপটে দাতা সংস্থাগুলো হাত গুটিয়ে...