১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম ফরিদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতী রায়হান জামিল সদরপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকায় ১ টি করে ইলিশ দেওয়ার সময় হুলস্থূল কান্ড ঘটে। তিনি সঙ্গে করে মাত্র ৪ মণ ইলিশ মাছ এনেছিলেন যা অল্পকিছু মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হয়। বাকি উপস্থিত কয়েক হাজার মানুষ কাঙ্খিত ইলিশ নিতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে করতে বাড়ি ফিরে যায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সদরপুর বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ইলিশ না পাওয়া এক নারীকে এমপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বলতে শোনা যায়, ইলিশ দিতে চাইছ, ইলিশ দিয়া যাইবা নইলে যাইতে দিমু না। নুরুল ইসলাম নামে জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, ইলিশ মাছ দিবে বলে...