ঢাকা: গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল শক্তিশালী হামলা চালায়। হামলার পর কাতার আরব ও ইসলামিক নেতাদের নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করে।ধারণা করা হয়েছিল, ওই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ—যেমন তেল ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এবং কূটনৈতিক সম্পর্ক অবনমনের ঘোষণা আসবে। কিন্তু সাধারণ মুসলিম বিশ্বকে অবাক করে দিয়ে, এসব কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।তবে সম্মেলনে অংশ নেয়া আরব-মুসলিম নেতারা ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় হুঁশিয়ারি ও কড়া ভাষা ব্যবহার করেছেন। বলা যায়, দোহা থেকে ইসরায়েলকে উদ্দেশ্য করে ‘কথার মিসাইল’ ছোড়া হয়েছে।গত সোমবার এ সম্মেলনের যোগ দিতে কাতারে যান প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। এ সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরব নেতাদের শক্তিশালী অবস্থান নিতে দেখা যাবে— এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তারা ঘোষণা...