আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি-না, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, আমার জানামতে, শেখ হাসিনা রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ, রেজিস্ট্রেশন করতে হলে ভোটার আইডি থাকতে হবে। কিন্তু উনার ভোটার আইডি ব্লক করা। আখতার আহমেদ বলেন, প্রবাসীদের বা দেশের বাইরে থেকে ভোট দিতে হলে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে এআইডি নম্বর। এটা ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না। এভাবে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। ইসি সচিব বলেন, যাদের এনআইডি ব্লক করা, তাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে...