সিরাজগঞ্জ সদর উপজেলায় ১১ বছর আগের একটি হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রফিক সরকার। যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের তিন ছেলে আব্দুল আলিম, মোজাম আলী ও আব্দুর রউফ এবং একই এলাকার প্রয়াত জোসেফ উদ্দিনের ছেলে আবু বক্কার। দুই বছর সাজা পাওয়ারা হলেন- একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ এবং মোস্তাফিজুর রহমান। মামলার বরাতে পিপি রফিক সরকার বলেন, পূর্ব শক্রতা ও গ্রামের রাস্তা নির্মাণের কাজ নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে আশরাফ আলীর সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে...