ইসরায়েলি ট্যাংক তিন দিক থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনা কর্মকর্তা। তিনি বলেন, অভিযান আরও অন্তত এক থেকে দুই মাস চলবে এবং প্রায় এক লাখ মানুষ নগরীতে থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে অভিযান স্থগিত হতে পারে। ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। আহমেদ নামের এক শিক্ষক বলেন, যদি আমরা নগরী ছাড়ি, ফিরে আসতে পারব, এমন নিশ্চয়তা কোথায়? যুদ্ধ শেষ হবে তো? জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা করেছে। জাতিসংঘের তদন্ত কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। ইসরায়েল একে অপমানজনক ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দোহা সফরে বলেছেন, অত্যন্ত সীমিত সময়ের মধ্যে যুদ্ধবিরতির সুযোগ রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের যেকোনও...