গ্রেফতার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দেখানোর আগে আমরা রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ রাউজান থানার ভারপ্রাপ্ত...