নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন চেয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP)। বাংলাদেশকে আগামী ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে এই প্রতিবেদন আন্তর্জাতিক মান অনুযায়ী জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। গত ২৫ আগস্ট, CDP চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়:বাংলাদেশের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে একটি বিস্তারিত প্রগতি প্রতিবেদন (Progress Report) দাখিল করতে হবে। প্রতিবেদন যাচাই শেষে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।বাংলাদেশ থেকে একজন প্রতিনিধিকে ওই বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সিডিপির পক্ষ থেকে সভার তারিখ, এজেন্ডা, এবং সম্ভাব্য অংশগ্রহণকারী তালিকা পরবর্তীতে জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। সাবেক সরকার এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য নীতিগত প্রস্তুতি...