অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা সংস্থা (সিআইসি) এসব লকার জব্দ করে। রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংক শাখায় ৭৫৩ ও ৭৫১ নম্বর লকার দুটি তার। এর আগে মতিঝিলের পূবালী ব্যাংকে শেখ হাসিনার একটি লকারের খোঁজ পায় সিআইসি। পাশাপাশি একই ব্যাংকে হাসিনার নিজ নামে একটি ১২ লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআরের তথ্য পায় এনবিআর। জানা যায়, শেখ হাসিনা...