বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে জমেছে তুমুল আইনি লড়াই। প্রায় ৩০ হাজার কোটি রুপির এই উত্তরাধিকার নিয়ে দিল্লি হাইকোর্টে চলছে মামলা। কারিশমার সন্তান সামাইরা (২০) ও কিয়ান (১৫) অভিযোগ তুলেছেন, তারা বাবার সম্পত্তির প্রাপ্য অংশ থেকে বঞ্চিত। তাদের দাবি, প্রায় ১,৯০০ কোটি রুপির সম্পদ তারা হাতে পাননি। সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া শচদেব কাপুর। তিনি দাবি করেছেন, কারিশমার সন্তানরা ইতোমধ্যেই আরকে ট্রাস্টের মাধ্যমে ১,৯০০ কোটি রুপি পেয়েছেন। কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে ভিন্ন কথা। আর্থিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অঙ্কটি ‘সোনা কমস্টার’-এর শেয়ারের হিসাব অনুযায়ী ধরা হলেও বাস্তবে সেই শেয়ার বা অর্থ সন্তানদের হাতে আসেনি। নিয়ন্ত্রণ এখনো রয়েছে প্রিয়া কাপুরের হাতেই। এক সূত্র জানায়, ‘এই সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রিয়া...