ঢাকা : মোহরার সেই বৃষ্টিতে ভেজা অক্ষয়- রাভিনার প্রেমের সাক্ষী বহু সিনেপ্রমীরা। টিপ টিপ বরষা পানি গানটি তো সেই সময় রেকর্ড তৈরি করেছিল। ভেজা হলুদ শাড়িতে রাভিনার উচ্ছ্বল যৌবনে কাত হয়েছিল পুরুষমহল। রাতারাতি ফ্যান বেড়ে তিনগুণ।কিন্তু সেই গানে রাভিনার ভেজা শরীর দেখেছেন, অনেকে। অক্ষয়ের উন্মাদ প্রেমও দেখেছেন। কিন্তু দুজনের হৃদয় জুড়ে যে বেদনার চোরাস্রোত বয়ে যাচ্ছিল, তা কজনই বা টের পেয়েছিল। কিন্তু এর পরই ঘটল বলিউড কাঁপানো এক ঘটনা। যা কিনা আজও নাড়া দিয়ে যায় রাভিনাকে।সময়টা নয়ের দশক। অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন তখন প্রেমেমত্ত। তাঁদের প্রেম গোটা বলিউডের গুঞ্জনপাড়ায় সুপারহিট। এমনকী, খিলাড়িও কা খিলাড়ি ছবির সময় যখন রেখা নজর গেল অক্ষয়ের দিকে।তখনও রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন রাভিনা। অক্ষয়কে তো চোখে হারাতেন সেই সময়। কিন্তু হঠাৎই অক্ষয় ও...