পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন। সফরে তার সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন। শাহবাজ এই সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ। পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, উভয় দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন খাতে যৌথ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক ইতিহাসসমৃদ্ধ, যা বিশ্বাস, মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। কূটনীতিকদের মতে, শাহবাজ শরিফের এই সফর দুই দেশের নেতৃত্বকে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ...