নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের বিরুদ্ধে পরিচালিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গুরুতর অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কোম্পানির পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রতিবেদন প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তদন্তে দেখা গেছে, একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা পর্ষদের চারজন সদস্য—চেয়ারম্যান মিসেস শান্তা সিনহা, ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা এবং পরিচালক কে এম হেলুয়ার; কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার সেলিম রেজা এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রি-আইপিও প্লেসমেন্টে অর্থ না দিয়ে...