গত চার বছরে কনটেন্ট নির্মাতাদের কী পরিমান অর্থ দেওয়া হয়েছে, তা জানাল বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। মঙ্গলবার প্ল্যাটফর্মটি বলেছে, ২০২১ সাল থেকে তাদের প্ল্যাটফর্মে ভিডিও তৈরি ও প্রকাশের মাধ্যমে আয় করা মানুষদের বিশেষ করে কনটেন্ট নির্মাতা, শিল্পী ও বিভিন্ন মিডিয়া কোম্পানিকে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে তারা। এ আয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কানেক্টেড টিভি বা ইন্টারনেট সংযোগওয়ালা টিভিতে ইউটিউব দেখার প্রবণতা আগের চেয়ে এখন বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। ইউটিউব বলেছে, টিভি স্ক্রিন থেকে বছরে এক লাখ ডলারের বেশি আয় করা চ্যানেলের সংখ্যা গত এক বছরে বেড়েছে ৪৫ শতাংশ। এক বিবৃতিতে কনটেন্ট নির্মাতাদের প্রশংসা করে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ বলেছেন, “নির্মাতারা যেভাবে সংস্কৃতি ও বিনোদনের ধারা পরিবর্তন করছেন আগে...