রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার চালক আকরাম হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামী। পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক রাত ৩টার দিকে যাত্রী নিয়ে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে পৌঁছান রিকশাচালক আকরাম হোসেন। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয়। তারা অটোরিকশাও ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। আকরাম হোসেনের চিৎকারে আসামিরা এ সময় পালিয়ে যায়। আশপাশের লোকজন...