নিহত বাসচালকের নাম বেলায়েত হোসেন (৪৬)। তিনি চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা পথে চলাচল করা একুশে পরিবহনের চালক ছিলেন। দুজন প্রত্যক্ষদর্শী জানান, সোনাইমুড়ীর নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল। দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে একুশে পরিবহনের চালকসহ ২১ যাত্রী...