দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবার সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই। পূজা ঘিরে প্রশাসন তৎপর রয়েছে, কেউ বিশৃঙ্খলা করতে চাইলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ কোটি টাকা অর্থায়ন দেওয়া হয়েছে:...