রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এই রায় দেন। আদালতের (পিপি) এড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জনের যাবজ্জীবন ও অপর দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আ. খালেক শেখের ছেলে আ. আলিম, মোজাম সেখ, আ. রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার। দুই বছরের...