পুতিনের অন্যতম বিরোধী ও সমালোচক আলেক্সি নাভালনিকে কারাগারে মৃত্যুর আগে বিষ প্রয়োগ করা হয়েছিল। ল্যাবরেটরিতে পরীক্ষায় এমনটা জানা গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী নাভালনায়া। বুধবার সামাজিক যোগাযাগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে ইউলিয়া নাভালনায়া এ দাবি করেন। পোস্টে তিনি তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত দেন। নাভালনায়া জানান, তার স্বামীর দাফনের আগে তার সহযোগীরা ‘আলেক্সেইয়ের জৈবিক নমুনা সংগ্রহ করে নিরাপদে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছিলেন।’ পরে এগুলো দুটি ল্যাবরেটরিতে পাঠানো হয়। তিনি বলেন, এই দুটি ভিন্ন দেশের ল্যাব একই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নাভালনিকে হত্যা করা হয়েছে। আরও নির্দিষ্টভাবে বললে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। নাভালনায়া নমুনা বা পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি, তবে তিনি ল্যাবরেটরিগুলোকে এই ‘অপ্রিয় সত্য’ প্রকাশের আহ্বান জানান। তবে ক্রেমলিন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো...