পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ মাঠে গড়ানোর কথা আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে পাইক্রফট ইস্যুতে ম্যাচে মাঠে গড়ানো নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে আইসিসিকে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে। আইসিসি এখন সেই দাবির বিষয়ে আলোচনা করছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে। ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি চাপের মুখে পড়ে কোনো ম্যাচ অফিসিয়ালকে সরিয়ে দেওয়ার নজির তৈরি করতে রাজি নয়। তাদের এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুবাইয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে মানা করেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে। ম্যাচ শেষে পিসিবি অভিযোগ করেছিল, পাইক্রফট পক্ষপাতিত্ব করেন। সেই অভিযোগের জেরে...