বাংলাদেশ স্কুল হ্যান্ডবলের জনপ্রিয় আসর আবারও পর্দা উঠতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব।রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। এসময় উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন। এবারের আসরে বালক ও বালিকা দুই বিভাগে মোট ২৫টি স্কুল অংশ নেবে। বালক বিভাগে চার গ্রুপে ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ক গ্রুপে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা। গ গ্রুপে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়...