অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের টেকনিশিয়ান/ সিনিয়র টেকনিশিয়ান পদে একাধিক লোকবলের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।চলুন, একনজরে দেখে নিই মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজচাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজইপদের নাম : টেকনিশিয়ান/ সিনিয়র টেকনিশিয়ানবিভাগ : মেকানিক্যাল (রোলিং মিল), মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লি.পদসংখ্যা : নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাসঅন্যান্য যোগ্যতা : রোলিং মিল যন্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান (মিল স্ট্যান্ড, গিয়ারবক্স, কনভেয়ার, শিয়ার, কুলিং বেড ইত্যাদি)।অভিজ্ঞতা : প্রয়োজন নেইচাকরির ধরন : ফুলটাইমকর্মক্ষেত্র : অফিসেপ্রার্থীর ধরন...