বাংলাদেশের কাছে হারায় দল এমন কঠিন সমীকরণ এর মুখোমুখি। আর এ পরিস্থিতির জন্য সব দায় নিজের কাধে তুলে নিয়েছেন আফগানিস্তান দলের অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান। ম্যাচ শেষে আফগান অধিনায়করশিদ খাননিজের আউটকেই হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। তখনও ১৫ বলে ৩০ রান করা সম্ভব ছিল কিন্তু আমরা চাপ নিয়ে ফেলি এবং সঠিক শট খেলতে পারিনি। রশিদ আরও বলেন, আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত কাজ করেছে। প্রথম ১০ ওভারে ৯০ রান হওয়ার পরও বাংলাদেশকে ১৬০-এর নিচে আটকে রাখতে পেরেছি। তবে কিছু অনাবশ্যক শট খেলার কারণেই আমরা ম্যাচটা হারি। এদিকে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ঝোড়ো অর্ধশতক হাঁকান, সাইফ হাসান করেন ৩০...