১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিশেষ নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করা, টিকা গ্রহণে উৎসাহিত করা, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কার্যক্রম চালানো এবং স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউট ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা নির্দেশনায় বলা...