লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের কাছাকাছি ঘাস কাটার সময় রবিনাশ নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাড়াইপাড়া গ্রামের মেইন পিলার ৯৫ নম্বরের কাছে এ ঘটনা ঘটে। রবিনাশ পেশায় একজন রং মিস্ত্রি। তিনি ওই গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক...