চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে জমা। এর আগে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে চাকসুর নির্বাচন কমিশন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বুধবার সকালে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য দুইদিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নির্বাচন কমিশন একদিন সময় বাড়ায়। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে গত তিনদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬০০ জন। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে আগামী রোববার প্রথামিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। প্রায় তিন যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চাকসু নির্বাচনের একজন প্রার্থী...