অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। গতকাল ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। কিংবদন্তি এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেছেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড। আলোচিত সিনেমা ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’ চলচ্চিত্রে তাঁর ভূমিকায় অভিনয় করেছিলেন রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে রেডফোর্ডকে ‘ভালোর মহৎ ও নিয়মাবদ্ধ শক্তি’ হিসেবে অভিহিত করেন উডওয়ার্ড। দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার (রেডফোর্ড) বন্ধুত্ব, অগ্নিসদৃশ স্বাধীনতা এবং যেভাবে তিনি তার যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের জন্য পৃথিবীকে আরও মঙ্গলময়, ন্যায্য ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করেছিলেন—আমি তার প্রশংসা করতাম, তাকে ভালোবাসতাম।’ বিবৃতিতে উডওয়ার্ড জানান, ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’র ঘটনাগুলো পর্দায় তুলে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রেডফোর্ড। যে কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট...