চলতি বছরের গ্রীষ্মে ইউরোপে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৪ ফারেনহাইট) ছাড়িয়েছিল, যা ইতিহাসের অন্যতম উষ্ণ গ্রীষ্ম। তীব্র এই গরমের কারণে মহাদেশের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষের মৃত্যু হয়। বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা এর শিকার হন। লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউটের নতুন গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত গরমে ৬৮ শতাংশ বা প্রায় ১৬ হাজার ৫০০ মানুষ মারা গেছে ইউরোপে। গ্রান্থাম ইনস্টিটিউটের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধিই তীব্র দাবানলের প্রধান কারণ ছিল, যা এ বছর ইউরোপের অনেক অংশকে গ্রাস করে। স্পেনে ৩ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে আগুন লেগেছিল, যা সিঙ্গাপুরের পাঁচ গুণেরও বেশি। পর্তুগালে ২ লাখ ৮০ হাজার হেক্টর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা লুক্সেমবার্গের চেয়ে বড় এলাকা। ফ্রান্স, ইতালি, গ্রিস, আলবেনিয়া...