সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস ও ছাত্র অধিকার পরিষদের চার নেতার মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৮ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে শিক্ষার্থীরা এই অনশন শুরু করেন তাঁরা। আজ বুধবার বিকাল ৫ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা অনশনরত অবস্থাতেই আছেন। অনশনকারী ছাত্রনেতারা হলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, বাগছাসের সভাপতি ফয়সাল মুরাদ, বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া এবং মুখ্য সংগঠক ফেরদৌস শেখ। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— ১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ৩. ক্যাফেটেরিয়ায় ভুর্তকি...