উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করলে পুরো এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয়। শিক্ষার্থী ও প্রকৌশলীরা এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে ভুরুলিয়া রেলগেইট, শিববাড়ি হয়ে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে পরিকল্পিত ‘ষড়যন্ত্র’ চলছে, ‘উদ্দেশ্যমূলক অপপ্রচার’ চালিয়ে তাদের মর্যাদা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে দাবি করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একত্রে কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় চার...