এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠতে এখন সমীকরণ মেলাচ্ছে বাংলাদেশ। এরমধ্যে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আইসিসি তাদের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল সুখবর পেলেও বোলাররা পেয়েছেন দুঃসংবাদ। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলে এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আফগানিস্তান। বোলারদের মধ্যে পেসার মুস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ১৫ নম্বরে। শেখ মেহেদি হাসন দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। সবচেয়ে বেশি পিছিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই দুই পেসার পাঁচ ধাপ করে পিছিয়েছেন। তাসকিন নেমে গিয়েছেন ৩০ নম্বরে, আর শরিফুল ৬০ নম্বরে। বোলাদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৪২ নম্বরে। নিউজিল্যান্ডের...