গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত কিশোর গ্যাং লিডার ও দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশ (২৭) শেষ পর্যন্ত র্যাবের জালে ধরা পড়েছে। হত্যাসহ মোট ১২টি মামলার পলাতক আসামি আকাশকে তার অন্যতম সহযোগী সৌরভ (২৫) সহ গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৪ এর যৌথ দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় আকাশের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরের উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র, রড ও পাইপ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার এ ঘটনায় পিচ্ছি আকাশসহ ১০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আকাশ আত্মগোপনে চলে যায়। পিচ্ছি আকাশ শুধু হত্যাই নয়, ছিনতাই, ডাকাতি,...