১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম ভারতের কেরালার এক মুসলিম পঞ্চায়েত সদস্য এর মানবিক ঘটনায় ভারত ছাপিয়ে পুরো বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। ধর্ম, জাতি ও পরিচয়ের দেয়াল ভেঙে এক অসাধারণ দৃষ্টান্ত গড়েছেন কেড়ালার মুসলিম পঞ্চায়েত সদস্য টি. সাফির। চত্তিশগড়ের এক হিন্দু নারীর মৃত্যুর পর, যখন তার কোনো আত্মীয় বা পরিচিত কেউ পাশে ছিলেন না, তখন তিনি এগিয়ে এসে সেই নারীর শেষকৃত্য সম্পন্ন করেন তাও আবার হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনেই। ঘটনাটি ঘটেছে কেরালার থিরুভনন্তপুরম জেলার মেনামুকালম এলাকায়, যেখানে বেঙ্গেডিক্ট মেনি সাইকো-সোশ্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার-এ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন রাখি নামের ওই হিন্দু নারী। মধ্যপ্রদেশের চত্তিশগড় থেকে আসা এই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন, পরবর্তীতে তার শরীরে ধরা পড়ে ক্যানসার। রোগাক্রান্ত ও নিঃসঙ্গ এই নারীর পাশে শেষ সময়ে...