খাগড়াছড়ি:খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়া এলাকায় সেনাবাহিনীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর অভিযোগ, ইউপিডিএফ বিভিন্ন কর্মসূচির নামে জনভোগান্তি সৃষ্টি করছে।সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলাপাড়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের ছয়জন সেনা সদস্য সিভিল পোশাকে তবলাপাড়া এলাকায় অভিযানে যান। ইউপিডিএফ এই সুযোগে তাদের ভাষায় ‘ঠাঙারে বাহিনী’ পরিচয় দিয়ে সাধারণ গ্রামবাসী ও শিক্ষার্থীদের উসকানি দেয়।খবর পেয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেদের পরিচয় দিলেও ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয় এবং সেনাবাহিনীর ওপর গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে তখন সেনাবাহিনীকে ফাঁকা গুলি...