নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ||রাইজিংবিডি.কম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সরকারের আমলে একাডেমিক ও প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই নোটিশ জারি করে।আরো পড়ুন:গাইবান্ধায় নদীতে ভাসমান স্কুলশিক্ষিকার লাশ উদ্ধারবান্দরবানে ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বান্দরবানে ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শোকজ নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। প্রশাসনিক ও একাডেমিক অনিয়মের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি কমিটি গঠন করে। এর মধ্যে রয়েছে— প্রশাসনিক অনিয়ম-দুর্নীতি তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম-দুর্নীতি তদন্ত কমিটি এবং ক্যাম্পাসের বিভিন্ন ঘটনার তথ্য যাচাই-বাছাই কমিটি। এই...