বগুড়ার আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন ৫ শিক্ষক ও কর্মচারিরা দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও দীর্ঘদিন যাবত তাদের পাওনা বেতন ভাতাদি না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জরুরি ভিত্তিতে তাঁদের পাওনা পরিশোধের আবেদন জানিয়েছেন ভুক্তভোগি শিক্ষক কর্মচারীরা। শিক্ষক-কর্মচারিদের সূত্রে জানাযায়, আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক রুহুল আমিন, অফিস সহকারি বিশ^নাখ মোহন্ত ও উম্মে হাবিবা, আয়া আকলিয়া খাতুন ও পরিচ্ছন্ন কর্মি (সুইপার) রিনা বাঁশফোড় দীর্ঘ দিন যাবত ওই প্রতিষ্ঠানে খন্ডকালিন হিসাবে চাকরি করে আসছেন। তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম ছাড়াও সরকারিভাবে নির্বাচন কালিনসহ নানা কাজ করানো হয়ে থাকে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বেতন ভাতাদি নিয়মিত প্রদান করা হতো। তাঁদের বেতন ভাতা প্রদানের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মৌখিক নির্দেশ দিলেও বিদ্যালয়ের কতিপয় শিক্ষক...