১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সদস্য। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার সময় রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত বছরের ১৮ জুলাই বিকাল ৩টার সময় রাজবাড়ী সদর থানার রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল নামক স্থানের গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা সমবেত হয়। তারা স্লোগান দিতে থাকে 'কোটা না মেধা, মেধা না কোটা'। 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার' 'তুমি কে আমি কে রাজাকার রাজাকার' 'কে বলেছে কে...