১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে টানা তিন মাস পতন দেখলো ভারত, মে ছিল শেষ ইতিবাচক মাস। জুলাই মাসে রপ্তানি ৩.৬ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৮ বিলিয়ন ডলার, জুনে ছিল ৮.৩ বিলিয়ন। জুন মাসেও রপ্তানিতে ৫.৭ শতাংশ পতন দেখা গিয়েছিল। মে ২০২৫ ছিল শেষ মাস, যখন যুক্তরাষ্ট্রে রপ্তানি ৪.৮ শতাংশ বেড়ে ৮.৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তার আগের মাস, এপ্রিল ২০২৫-এ রপ্তানি ছিল ৮.৪ বিলিয়ন ডলার। মার্কিন বাজারে ভারতের রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়েছে ধারাবাহিক শুল্ক বৃদ্ধির কারণে— এমনটাই জানিয়েছে থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)। জিটিআরআই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ১৬.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারে, যেখানে গত জুলাই মাসে এই পরিমাণ ছিল...