চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন তফসিল অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ঘোষিত আগের তফসিল অনুযায়ী, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এবং আজ বুধবার দুপুর ৩টা পর্যন্ত জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। ছাত্রদল ও ইসলামী ছাত্র মজলিসের আবেদনের পর সময় বাড়ানোর এই ঘোষণা আসে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। বেলা ১১টার দিকে ছাত্রদল তাদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের মাধ্যমে নির্বাচন কমিশনে একটি আবেদন জমা দেয়। আবেদনে বলা...