রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপর দুই আসামিনকে দুই বছরে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এই রায় দেন। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। আদালতের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আবদুল খালেক শেখের ছেলে আবদুল আলিম, মোজাম শেখ, আবদুর রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে আবু বক্কার। দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন– একই গ্রামের আবদুল...