ঝালকাঠি:ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ও সরঞ্জাম সংকটে ভুগছে। অকেজো অ্যাম্বুলেন্স, অচলপ্রায় পানিবাহী গাড়ি এবং জনবল ঘাটতির কারণে নিয়মিত অগ্নি নির্বাপণ কার্যক্রম ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সরেজমিনে জানা যায়, কাঁঠালিয়া ফায়ার স্টেশনটি বর্তমানে তৃতীয় গ্রেডের একটি স্টেশন। এখানে একটি অ্যাম্বুলেন্স, একটি পানিবাহী গাড়ি এবং একটি পাম্পবাহী গাড়ি থাকলেও কার্যত এগুলো ব্যবহারযোগ্য নয়। বহু বছর ধরে স্টেশনের একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় এটি আর চালু করা সম্ভব নয়। ফলে দুর্ঘটনায় আহত কাউকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার সুযোগ নেই।অথচ কাঁঠালিয়া থেকে নিকটতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার হওয়ায় অ্যাম্বুলেন্স সেবার অভাব স্থানীয়দের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।এছাড়া স্টেশনের পুরনো পানিবাহী গাড়িটিও প্রায়ই অচল অবস্থায় থাকে। বর্তমানে একটি মাত্র কার্যকর গাড়ির...