প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে নির্বাচনের কার্যক্রম। এরপর একে একে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিল শুনানি, প্রার্থিতা প্রত্যাহারসহ সব প্রক্রিয়া সম্পন্ন হবে।এক নজরে বিসিবি নির্বাচনের তফসিল২০ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ২১ সেপ্টেম্বর দুপুর ১টা: আপত্তি গ্রহণের শেষ সময়২১ সেপ্টেম্বর বিকাল ৪:৩০টা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ২২-২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান২৬ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি২৮ সেপ্টেম্বর: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা২৮ সেপ্টেম্বর: ডাক ও ই-ব্যালট বিতরণ৪ অক্টোবর: নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা৫ অক্টোবর: চূড়ান্ত ফলাফল প্রকাশবিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে ১৭১ জন কাউন্সিলরের ভোটে। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে আসছেন ৭৬ জন কাউন্সিলর। বোর্ডের মোট ২৫ পরিচালকের মধ্যে ১২ জন থাকেন ক্লাব ক্রিকেট...