ঢাকা:প্রকৌশলীদের পদবি ব্যবহারে (ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) কে কী লিখবেন-সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনটি পরামর্শ আলোচনায় উঠে এসেছে, যেগুলো বিবেচনায় নেওয়া হবে। এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আন্দোলনকারীদের অভিভাবক হিসেবে উপস্থিত থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষরা। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাওজুল কবির খান বলেন, ভিন্ন দাবিতে বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন করছেন। বিএসসি প্রকৌশলীদের...