নিজস্ব প্রতিবেদক :যশোরের কেশবপুর , মণিরামপুর, ঝিকরগাছা ও নাভারণ সরকারি খাদ্য গুদামে খাওয়ার অনুপযোগী বিপুল পরিমাণ পচা চাল মজুদ থাকার অভিযোগ রয়েছে । নিম্নমানের চালগুলো সদ্য শেষ হওয়া বোরো সংগ্রহ অভিযানে দেশের উত্তরাঞ্চল থেকে অল্প দামে ক্রয় করা হয়েছে । ওই গুদাম গুলো তদন্ত করে ইতিমধ্যে ডিসিফুড ব্যাপক বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে । ফলে ওই চারটি গুদামে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অভিযান পরিচালনা করার দাবী উঠেছে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর ও বাগমারার সরকারি খাদ্য গুদামে অতি নিম্নমানের চাল নিয়ে তোলপাড় হলে খাদ্য অধিদপ্তর থেকে সারাদেশের খাদ্যশস্যের গুণগত মান যাচাই-বাছাই করে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে । ওই আদেশ অনুযায়ী খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত ৩০১০ নং স্বাক্ষরকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি...