দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মেহেদুল ইসলাম বিরুদ্ধে সরকারি ভিজিএফের চাল আত্মসাতের বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান প্রামাণিক। গত ৪ মাসে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিশের একটির জবাবও দেয়নি অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য। কারণ দর্শানো নোটিশ ও অভিযোগপত্র থেকে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদুল ইসলাম ভিজিএফের চাল উপকারভোগীদের ওজনে কম দিয়ে ইউপি সদস্য সাইফুল তিন বস্তা ও মেহেদুল ইসলাম ২ বস্তা ভিজিএফের চাল খোলা বাজারে বিক্রির সময় গ্রামাবাসী আটক করে। গত ২২মে ওই ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম ও হরিহরপুর গ্রামের রাজমিস্ত্রী রঞ্জু আক্তার হিরা মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক কাছে অভিযোগ করেন।...