হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ কেটে পাচারের তথ্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দিয়েছে বন মন্ত্রণালয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি বন অধিশাখা-১-এর উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান বন সংরক্ষককে এ নির্দেশ দেওয়া হয়।আরো পড়ুন:গাজীপুরে উদ্ধারকৃত ১০ একর জমিতে বনায়নচকরিয়ায় বনকর্মীদের ওপর হামলা, জব্দ করা গাড়ি ছিনতাই চিঠিতে উল্লেখ করা হয়, গাছ কাটা নিয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের সঙ্গে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে স্থানীয়ভাবে বিরূপ...