জামালপুর সদর উপজেলায় আলাদা ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক। দণ্ড পাওয়া আবু সাইদ ওরফে রবিন (২২) উপজেলার তুলশীরচর গ্রামের বাসিন্দা। পিপি ফজলুল হক বলেন, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি ১৩ বছরের এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। একই আসামি ২০২৩ সালের ৯ এপ্রিল একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন বলে জানান তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে...