বিগত সরকার বদলেও আলোচিত পীরগঞ্জ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের জন্মভূমি এটি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী সরকার পতনের টার্নিং পয়েন্ট ছিল পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু। এ ঘটনা বিপুল আলোচিত হয় দেশ ও বিদেশে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বদলে যায় এ এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট। একসময় দাপট দেখিয়ে বেড়ানো স্থানীয় আওয়ামী লীগের নেতারা গা ঢাকা দেন। আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। আর কোণঠাসা হয়ে আছে জাতীয় পার্টি। এতেই খোশমেজাজে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল। সভা-সমাবেশ, ঘরোয়া বৈঠক ও শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটানোসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে বিএনপির মনোনয়ন প্রার্থী তিনজন। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু এবং জেলা বিএনপির সিনিয়র নেতা...