নাটক থেকে সিনেমায় এসে সুড়ঙ্গ আর দাগি দিয়ে আলোচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা ‘দম’-এর জন্য। দর্শকরা এই ছবিতে দেখতে পাবেন এক নতুন নিশোকে। আর সেই লক্ষ্যেই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শারীরিক পরিবর্তনের মিশনে নেমেছেন তিনি। সম্প্রতি ফিটনেস ট্রেইনার রুসলান হোসেনের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার হওয়া ছবিতে দেখা গেছে নিশোকে। ছবিতে তার সঙ্গে আছেন প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রেদওয়ান রনি। জানা গেছে, তারা সদ্য ফিরেছেন কাজাখস্তান থেকে, যেখানে ‘দম’-এর শুটিং লোকেশন রেকি করে এসেছেন। লোকেশন থেকে ফেরার পরই নিশোকে দেখা গেলো জিমে ঘাম ঝরাতে। তাহলে কি দম-এর জন্যই শারীরিক পরিবর্তন আনছেন তিনি? ট্রেইনার রুসলান জানান,“নিশো ভাই দীর্ঘদিন ধরে ওয়ার্কআউট করছেন। ফিট থাকার জন্য যা যা করনীয়, তিনি নিয়মিতই করে যাচ্ছেন।” একটি সত্য ঘটনা থেকে...